Thursday 1 December 2016

একটি সফল অস্ত্রপাচার


ডাক্তার হৃদয় রঞ্জন রায়

 একজন পথচারীর পেটের উপর দিয়ে গাড়ীর চাকা চলে গিয়েছিল । তার যেসব ইনজুরী হয়েছে তা নিম্নরূপ:
১। বাম দিকের পাঁজরের হাড় ভেঙ্গেছে,
২। স্পিলিন (প্লিহা, Spleen) ইনজুরী হয়েছে,
৩। বাম দিকের কিডনী (Lacerated with pedicle) ইনজুরী হয়েছে,
৪। পাকস্থলী সামনে ও পিছনে ফুটো হয়ে গেছে,
৫। প্যানক্রিয়াস (অগ্নাশয়) ইনজুরী হয়েছে,
৬। পেটের সামনে মাংস ও পর্দা (Lacerated injury to Rectus muscle and rectus sheath) মারাত্মকভাবে ছিড়ে গেছে,
৭। বুকের বাম দিকে রক্তক্ষরণ হয়েছে।

যে অপারেশন হয়েছে:
১। স্পিলিনেকটমি (Splenectomy),
২। নেফ্রেকটমি (Left sided nephrectomy),
৩। পাকস্থলির আঘাত রিপেয়ার (Repair of injury to stomach in both surface),
৪। প্যানক্রিয়াস রিপেয়ার,
৫। Reconstruction of rectus muscle and sheath along with placement of prolene mesh,
৬। বুকের বাম দিকে পাইপ লাগানো (Left sided tube thoracostomy)

4 units of blood given per operatively (Ca-gluconate given). Two drain, one in spleen and kidney area and another in pelvis given. Abdomen closed in layer along with prolene mesh.

আজ অপারেশন করলাম এই রোগীটি। বর্তমানে রচিমহা এর আইসিইউ তে আছে। অসুস্থ এই ব্যাক্তির জন্য আশীর্বাদ করবেন।

No comments:

Post a Comment

বিজেপির ভোটের রাজনীতি আর মতুয়া সম্প্রদায়ের মানুষের ভাবনা - শিমুল টিকাদার

লিখেছেন : শিমুল টিকাদার আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ । আমাদের সম্প্রদায়ের বড়ো একটি অংশ অর্থনৈতিক ভাবে দুর্বল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষ...