Monday 18 September 2017

স্মৃতি ফেরে চোখে


শিমুল টিকাদার

জীবন থমকে যায়
কত চেনা-অচেনা মানুষের ভিড়ে
নিজেকে মনে হয় বড় অপরাধী
রঙিন স্বপ্নে মন টানে না
পড়ে রই সাদা-কালো স্তব্ধ অ্যালবামে।

একটা সময় -
জীবন চলে জীবনের প্রয়োজনে
ঠিক চলে না, চালিয়ে নিতে হয়
অভ্যাসগুলো পালিয়ে বাঁচে
স্মৃতি ফেরে চোখে ।

সত্য বলতে বলব এটুকুই
আমরা জীবন যেভাবে দেখি
জীবন আমাদের সেভাবে দেখে না ।

প্রকৃতির টানে প্রকৃতির ডাকে - ৩



শিমুল টিকাদার 

ভাদ্র মাসের সন্ধ্যা । ঠিক সন্ধ্যা না; গোধূলি লগ্নের প্রাক-পর্ব চলছে। শান্ত মেজাজের এই মূহুর্তে সময় এবং পৃথিবী ভাবনার প্রকোষ্ঠে চলে আসে । পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি । পায়ের নিচে সবুজ ঘাস আমাকে কাছে টেনে নেয়, আমার নাম ধরে ডাকে । আমার মৃদু শ্বাস স্পর্শ করে ওদের শরীর । ইচ্ছে করে ওদের শরীর থেকে এক মুঠো সবুজ আমার গায়ে মেখে নেই । 

দূর দিগন্তে দৃষ্টি চলে যায়; যেখানে আকাশের নীল মাটি স্পর্শ করেছে । আজ চোখের তারায় দৃষ্টি হারায় , পাখির ডানার ঝাপটায় মন আনচান করে ওঠে । আকাশে খানিকটা মেঘ করেছে । হালকা বাদামী আর লালচে রঙের মেঘ । এই মেঘে বৃষ্টি হয় না, তবে দেখায় অপূর্ব। কখনও বা গাঢ় লাল, হালকা হলুদ আবার চোখের পলকে লালের সঙ্গে খয়েরী মিশে সম্পূর্ণ অন্য রঙ। রঙের খেলা যিনি খেলছেন তিনি মনে হয় সিদ্ধান্তহীনতায় ভুগছেন । রঙের এই বৈচিত্র্যতা জীবনের গল্পগুলোকে ছুঁয়ে দিয়ে যায় । অবশেষে রঙের সাথে মনের মিলন হয় । দৃশ্যমান হয় বৈচিত্র্যময় পৃথিবী........!!

বিজেপির ভোটের রাজনীতি আর মতুয়া সম্প্রদায়ের মানুষের ভাবনা - শিমুল টিকাদার

লিখেছেন : শিমুল টিকাদার আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ । আমাদের সম্প্রদায়ের বড়ো একটি অংশ অর্থনৈতিক ভাবে দুর্বল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষ...