Tuesday 8 August 2017

আত্মার অস্তিত্ব প্রমাণ (সংক্ষিপ্ত) - রেনে ডেকার্ত [Rene Descartes]




রেনে ডেকার্ত  (১৫৯৬-১৬৫০ খ্রিঃ) :
ফ্রান্সের তুরাইন প্রদেশে এক সম্ভ্রান্ত পরিবারে রেনে ডেকার্ত জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন একজন প্রতিভাবান দার্শনিক এবং গণিতজ্ঞ । ডেকার্ত জেসুইট নামক একটি বিদ্যালয়ে প্রাচীন ভাষা, স্কলাস্টিক দর্শন এবং গনিত শিক্ষা লাভ করেন । তিনি গনিত শাস্ত্রের প্রতি খুবই আকৃষ্ট ছিলেন । ডেকার্ত ছিলেন একজন আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক । তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম - Meditations.

রেনে ডেকার্তের আত্মার অস্তিত্ব প্রমাণ (সংক্ষিপ্ত) :
দেকার্ত দর্শনের ক্ষেত্রে যথার্থ ও নিঃসন্দিগ্ধ জ্ঞান লাভ করার উদ্দেশ্যে প্রথমে জগতের সমস্ত ব্যাক্তি বা বস্তুর প্রতি সন্দেহ বা সংশয় প্রকাশ করতে থাকেন । কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে জগতের সমস্ত ব্যাক্তি বা বস্তুর প্রতি সংশয় বা সন্দেহ প্রকাশ করা গেলেও সন্দেহকারী বা সংশয় কর্তার অস্তিত্বে সন্দেহ বা সংশয় প্রকাশ করা যায় না । কেননা সন্দেহে বা সংশয় প্রকাশ করার জন্য সন্দেহকারী বা সংশয় কর্তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে । এভাবেই দেকার্ত আমি তথা আত্মার অস্তিত্ব প্রমাণ করেন ।

এবিষয়ে তার সুবিখ্যাত উক্তি হল , Cogito-ergo-sum বা "I think, therefore, I am" বা আমি চিন্তা করি অতএব আমি আছি ।

No comments:

Post a Comment

বিজেপির ভোটের রাজনীতি আর মতুয়া সম্প্রদায়ের মানুষের ভাবনা - শিমুল টিকাদার

লিখেছেন : শিমুল টিকাদার আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ । আমাদের সম্প্রদায়ের বড়ো একটি অংশ অর্থনৈতিক ভাবে দুর্বল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষ...