Friday 23 December 2016

বিষ্ণুপুর : একটি ভ্রমন অভিজ্ঞতা


শিমুল টিকাদার

বিষ্ণুপুর !! বাঁকুড়া জেলায় অবস্থিত এই বিষ্ণুপুর প্রাচীন  ভারতের ইতিহাস নিয়ে এখনও বেঁচে আছে । এখানের মাটির রঙ লালচে । আঁকাবাঁকা লালমাটির রাস্তায় পুরানো দিনের ভাঙা ইট দেখতে পাওয়া যায় । রাস্তাগুলো অনুন্নত হওয়ার দরুন গাড়িতে চড়তে কষ্টকর হলেও ; চারপাশের পরিবেশ মনের মধ্যে কৌতুহল সৃষ্টি করে বিধায় কষ্ট ভূলে থাকা যায় । রাস্তার  মধ্যে অনেক ছোটবয়সী ছেলে - মেয়ে ছোটাছুটি করে । তাদের অধিকাংশই খালি গায়ে অর্থাৎ শুধু প্যান্ট পরে থাকে । ওদের চুলের রঙ একটু লালচে টাইপের , মনে হয় অনেক দিন প্রসাধনী ব্যবহার করে নি । এখানে মাটি আর বাচ্চাদের মাথার চুল যেন নিবিড় সম্পর্ক স্থাপন করেছে , কেননা তারা উভয়ই লাল বর্ণের। এখানের মানুষগুলোকে খুব সাধারণ মনে হয় - ঢিলেঢালা পোশাক  , মহিমান্বিত আচরন  , স্পষ্ট বাংলা ভাষায় কথা বলা সবমিলিয়ে একজন টুরিস্টকে এই গুনগত দিকগুলো  সহজেই আকর্ষণ করতে পারে । আর রাজপ্রাসাদ এবং পুরানো মন্দিরগুলো খুবই সৌন্দর্যমন্ডিত নিদর্শন । এই নিদর্শনের সামনে দাড়ানো মানে পুরানো দিনে হারিয়ে যাওয়ার সামিল । বিষ্ণুপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এর অবস্থান , গাড়িতে করে একটু থেমে থেমে ঘুরে দেখতে থাকলে চোখের পলকেই হারিয়ে যাবে সময় । কিন্তু তারপরেও আপনি তৃপ্ত হতে পারবেন না, আবারও একটু নিদর্শনের সামনে দাঁড়িয়ে থাকা কিংবা সেই লালচে রঙের মাটি আর লাল রঙের চুল বিশিষ্ট উলঙ্গ রোগা-পাতলা বাচ্চাদের খোঁজ করবে আপনার অতৃপ্ত হৃদয় ।

No comments:

Post a Comment

বিজেপির ভোটের রাজনীতি আর মতুয়া সম্প্রদায়ের মানুষের ভাবনা - শিমুল টিকাদার

লিখেছেন : শিমুল টিকাদার আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ । আমাদের সম্প্রদায়ের বড়ো একটি অংশ অর্থনৈতিক ভাবে দুর্বল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষ...