Monday 18 September 2017

স্মৃতি ফেরে চোখে


শিমুল টিকাদার

জীবন থমকে যায়
কত চেনা-অচেনা মানুষের ভিড়ে
নিজেকে মনে হয় বড় অপরাধী
রঙিন স্বপ্নে মন টানে না
পড়ে রই সাদা-কালো স্তব্ধ অ্যালবামে।

একটা সময় -
জীবন চলে জীবনের প্রয়োজনে
ঠিক চলে না, চালিয়ে নিতে হয়
অভ্যাসগুলো পালিয়ে বাঁচে
স্মৃতি ফেরে চোখে ।

সত্য বলতে বলব এটুকুই
আমরা জীবন যেভাবে দেখি
জীবন আমাদের সেভাবে দেখে না ।

No comments:

Post a Comment

বিজেপির ভোটের রাজনীতি আর মতুয়া সম্প্রদায়ের মানুষের ভাবনা - শিমুল টিকাদার

লিখেছেন : শিমুল টিকাদার আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ । আমাদের সম্প্রদায়ের বড়ো একটি অংশ অর্থনৈতিক ভাবে দুর্বল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষ...