Thursday 2 March 2017

সময়ের প্রয়োজনে


রুদ্র চিন্ময়

তুমি শুধুমাত্র সময়ের প্রয়োজনে
আমায় ভালবেসেছিলে, কাছে এসেছিলে।
শুধুমাত্র সময়ের প্রয়োজনে তীব্র শীতেও
তোমার চুল উড়ছিল মৃদু উষ্ণ বাতাসে।
সময়ের প্রয়োজনে বাহিরে উঠেছিল ঝড়
আছড়ে পড়ছিল ঘরের দুয়ারে।
বৃষ্টি, বাতাস আর বিদ্যুৎ ঝলকানিতে
দেখেছিলাম তোমার উন্মত্ত এক রূপ,
সবই ছিল সময়ের প্রয়োজনে।
সময়ের প্রয়োজনে আমার বাগানে
ফুটেছিলে হয়ে ফুল, পাতাহীন এক ডালে।
সময়ের প্রয়োজনে সময় ছুটেছিল
প্রজাপতির রঙিন ডানায় বসন্ত বনে।

একদিন, তুমি হারিয়ে গেলে সময় ফাঁদে,
ডানা ভেঙে আমি ছিটকে পড়ি সময় বানে।
শুধুমাত্র সময়ের দাবি মেটাতে,
ক্লান্ত সময় ছুটছে আজ অসীম পানে,
একদা সে ঘুমিয়ে যাবে সময় স্রোতে।
আবারও হয়তো উঠবে জেগে, নতুনের হাত ধরে,
আবারও হয়তো সময় রচিবে নতুন কাব্য,
শুধুমাত্র, সময়েরই প্রয়োজনে।

No comments:

Post a Comment

বিজেপির ভোটের রাজনীতি আর মতুয়া সম্প্রদায়ের মানুষের ভাবনা - শিমুল টিকাদার

লিখেছেন : শিমুল টিকাদার আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ । আমাদের সম্প্রদায়ের বড়ো একটি অংশ অর্থনৈতিক ভাবে দুর্বল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষ...